Home » তালতলী » বরগুনা » তালতলীতে স্বর্ণালংকার ও মোবাইল লু*টে নিল মুখোশধারী ডা*কা*ত, আতঙ্কে এলাকাবাসী
১৮ July ২০২৫ Friday ২:০৬:৪১ PM
তালতলীতে স্বর্ণালংকার ও মোবাইল লু*টে নিল মুখোশধারী ডা*কা*ত, আতঙ্কে এলাকাবাসী
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত মুখোশ পরে ঘরের ভিতরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে সকলের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার তালুকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দলের ভিতরে দুই জন মুখোশ পরে ঘরের ভিতরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাড়ির মালিকের স্ত্রী আশুরা ও তার নানির হাত-পা, মুখ বেঁধে মারধর শুরু করে। এরপর স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বাড়ির এক সদস্য জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে বাসার জানালার গ্রিল না থাকার কারনে সেখান থেকে ডাকাত দল ঘরে প্রবেশ করে। ঘরের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা, চোখ-মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারি ও শোকেসের চাবি জোর করে নিয়ে যায়। তারা আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বলেন, পরিবার থেকে মোবাইলের কাগজ দিয়ে একটা সাধারন ডায়েরি করা হয়েছে। আমরা অপরাধীদের খুজে বের করার চেষ্টা চালাচ্ছি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়