Home » তালতলী » বরগুনা » তালতলীতে জা’লি’য়া’তি মামলায় মাদ্রাসা সুপারসহ কারাগারে ৪
১ October ২০২৫ Wednesday ১০:১০:৫০ PM
তালতলীতে জা’লি’য়া’তি মামলায় মাদ্রাসা সুপারসহ কারাগারে ৪
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার এজাহারে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউসুফ আকন বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসির, নিয়োগ কমিটির সভাপতি ও ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজা মাস্টার, নিয়োগ বোর্ডের সদস্য ও তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন অর রশিদ এবং ভুয়া স্বাক্ষরে নিয়োগ পাওয়া অফিস সহকারী সিদ্দিকুর রহমান।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি তালতলী থানায় নথিভুক্ত হয়। পরে আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। পরে গতকাল মঙ্গলবার তারা বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে একাধিকবার উক্ত আসামিদের অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়