Home » তালতলী » বরগুনা » তালতলীতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার
২ October ২০২৫ Thursday ১:১৪:৪৭ AM
তালতলীতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:
তালতলীতে স্বামীকে জমি লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার ঘটনায় পলাতক স্ত্রী আকলিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক নেছারকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাতে কলাপাড়া ও সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, তালতলীর শারিকখালী ইউনিয়নের কচুপাতরা গ্রামের মাওলানা নাজিম উদ্দিনের ছেলে নিহত মাসুম বিল্লাহ তার দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের অবিরাম নির্যাতন ও তার নামে জমি লিখে দেওয়ার চাপ সহ্য করে আসছিলেন। গত ২০২৪ সালের ২০ আগস্ট স্ত্রী আকলিমা বেগম কৌশলে তার স্বামীকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও আসামিরা পালিয়ে যায়। পরে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমাকে প্রধান আসামি করে থানায় হত্যা করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর নেছারকে কলাপাড়ার শান্তিপুর গ্রাম থেকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরকীয়ার সম্পর্ক ঢাকতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট