Home » তালতলী » বরগুনা » ছেলেকে নদীতে ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ,গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
৩ October ২০২৫ Friday ৭:৫৯:২৪ PM
ছেলেকে নদীতে ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ,গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে তিন বছর বয়সি শিশুকে নদীতে ফেলে দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মারজিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় মারজিয়া ও তার পরকীয়া প্রেমিকের বিচার দাবি করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার অঙ্কুজানপাড়া এলাকায় বিচারের দাবিতে মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও নিহত শিশুর পরিবার অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শাহাদাতের মা মারজিয়া আক্তার তার পরকীয়া প্রেমিকের পরামর্শে বাড়ির কাছেই পায়রা নদীতে শিশুটিকে ফেলে দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
নিহত শিশুর বাবা শাহিন অভিযোগ করে বলেন, আমি একটি জেলে নৌকায় কাজ করি। মঙ্গলবার রাত ১১টায় বাড়ি এলে আমার একমাত্র ছেলে ও স্ত্রী মারজিয়াকে দেখিনি। ঘরে তালা দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পর দিন শুনতে পাই, মারজিয়া আমাকে তালাক দেওয়ার জন্য পাশের উপজেলা আমতলীতে গিয়েছে।
তিনি বলেন, ওই দিন আমতলী গেলে বিকালে খবর পাই, নিশানবাড়িয়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে পায়রা নদীতে শাহাদাতের লাশ ভেসে উঠেছে। তবে মারজিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। তার সন্ধান এখনো পাওয়া যায়নি।
শাহীন বলেন, এ ব্যাপারে থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ, বরং নৌ পুলিশের কাছে পাঠানো হয়েছে। নৌ পুলিশের কাছে গেলে তারা আমাদের থানায় যাওয়ার পরামর্শ দেয়।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, নদীতে কোনো লাশ পাওয়া গেলে সেই লাশ নিয়ে কাজ করে নৌ পুলিশ। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, অভিযুক্ত মারজিয়ার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং এ বিষয়ে পুলিশ কাজ করছে। মারজিয়াকে উদ্ধার করা হলেই আসল ঘটনা বের হয়ে আসবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়