Current Bangladesh Time
Saturday January ৩১, ২০২৬ ৫:৩১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক এবং সরকারের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি – নাসিম আকনের জানাযায় ড. জিয়াউদ্দিন হায়দার
২৬ October ২০২৫ Sunday ৪:২১:৫৭ PM
Print this E-mail this

সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক এবং সরকারের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি – নাসিম আকনের জানাযায় ড. জিয়াউদ্দিন হায়দার


ঝালকাঠি প্রতিনিধিঃ ‎

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নাসিম আকনের মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু রাজাপুর নয়, গোটা ঝালকাঠি জেলার বিএনপি পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত।

‎রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা নাসিম আকন-এর জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

‎ড. হায়দার বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। নাসিম আকনের মতো প্রিয় নেতার মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে – সেজন্য এখনই কার্যকর ও মানবিক উদ্যোগ নেওয়া জরুরি। তিনি নিরাপদ সড়ক আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান এবং সরকারকে অনুরোধ করেন সড়ক দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

‎তিনি আরও বলেন, যথাযথ সড়ক অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়ক নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এখনই সময় সড়ক নিরাপত্তা নিয়ে জাতীয় পর্যায়ে গণসচেতনতা গড়ে তোলার।

‎রাজাপুরের জনপ্রিয় বিএনপি নেতা নাসিম আকন দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় পর্যায়ে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সাহসিকতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তভাবে ধরে রাখেন তিনি।

‎ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, নাসিম আকনের ত্যাগ, আনুগত্য ও অটল প্রতিশ্রুতির চেতনা থেকেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট – গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। এজন্য এখন ঐক্যের কোনো বিকল্প নেই।

‎জানাজায় অংশ নেন ঝালকাঠি–১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম জামাল ও গোলাম আজম সৈকত, ঝালকাঠি–২ (সদর-নলছিটি) আসনের মনোনয়নপ্রত্যাশী মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আককাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। আরও অংশ নেয়

‎বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও হাজারো সাধারণ মানুষ।

‎উল্লেখ্য, রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত শনিবার (২৫ অক্টোবর) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ জানাযা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার চর-সাঙ্গর গ্রামে দাফন করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com