পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কিশোর। শনিবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ মর্মা*ন্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। এ বিষয়ে বিকেল তিনটায় প্রেস ব্রিফিং করবে সংস্থাটি।
নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোপখালী গ্রামের বাসিন্দা বাসেত তালুকদার (জুয়েল)-এর ছেলে। আহত কিশোরের নাম আবদুল্লাহ (১৭)। তিনি বাদল মাস্টারের ছেলে। আহ*ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সিয়াম ঢাকায় বসবাস করতেন। গত ১৮ ডিসেম্বর তিনি সুবিদখালীতে তার খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি তার খালাতো ভাই আবদুল্লাহর সঙ্গে খালার বাড়ি থেকে বের হন। পরে দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সুবিদখালী সরকারি কলেজের পেছনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়