Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে স্ত্রী হত্যার পলাতক স্বামী কুমিল্লা থেকে গ্রেপ্তার
৭ January ২০২৬ Wednesday ৬:৪৫:৫২ PM
মির্জাগঞ্জে স্ত্রী হত্যার পলাতক স্বামী কুমিল্লা থেকে গ্রেপ্তার
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে স্ত্রী কুলসুম আক্তার (২৫) হত্যা মামলার একমাত্র আসামি স্বামী সাইমনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত তিনটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনছার গাজীর মেয়ে কুলসুম আক্তারের সঙ্গে এক বছর আগে সাইমনের বিয়ে হয়। এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে কুলসুমের প্রবাসী এক স্বামীর সঙ্গে সংসার ছিল এবং সেখানে তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সাইমনের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি সাইমনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা কুমিল্লায় বসবাস করতেন।
স্বজন ও পুলিশ জানায়, বিয়ের কিছুকাল পর থেকেই সাইমন অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। গত এক মাস আগে কুলসুম বাবার বাড়ি মির্জাগঞ্জে চলে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) সাইমন শ্বশুরবাড়ি আসেন। ওইদিন রাতে তারা ঘরের দোতলায় ঘুমাতে যান। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৯টার দিকে পরিবারের লোকজন উপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ততক্ষণে সাইমন সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়,পরকীয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইমন ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান,পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলের মধ্যে আসামিকে নিয়ে টিম থানায় পৌঁছবে। এরপর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান