Home » পিরোজপুর » মঠবাড়িয়া » স্বেচ্ছাশ্রমে দুটি ব্রিজ নির্মাণ করলেন প্রবাসী যুবদল নেতা
১২ January ২০২৬ Monday ৬:১৪:২৩ PM
স্বেচ্ছাশ্রমে দুটি ব্রিজ নির্মাণ করলেন প্রবাসী যুবদল নেতা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতা কাটা বাজার সংলগ্ন ব্রিজটি বেহালদশা থাকার কারণে এ আর মামুন খানের নিজ অর্থায়নে ৭৫ ফুট দীর্ঘ একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছেন। এতে ২ ইউনিয়নে ৭ গ্রামের অন্তত ৮-১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তাছাড়া নাগ্রাভাঙ্গা মাদ্রাসা সংলগ্ন ২৫ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণ করেন।
সোমবার (১২ জানুয়ারী) ব্রিজ ২টি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এআর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন , উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
প্রায় ৬ বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ব্রিজটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয় আলগী পতাকাটা ও ফুলজুড়ি সংযোগ ব্রিজ। অনেক বছর গেলেও কোন জনপ্রতিনিধি ব্রিজ উন্নয়নে কাজ করেনি। এর পর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টের তৈরি স্ল্যাবগুলো ভেঙে যেতে থাকে। স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে চলাচল করলেও সেগুলো নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়ায় সুপারি গাছ বিমের ওপর দিয়ে পায়ে হেটেই পার হতো এখানকার মানুষ। দীর্ঘদিন মেরামত না হওয়ায় এভাবেই লোকজন চলাচল করে আসছে। আলগীপতাকাটা বাজারের সাথে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাইমারি বিদ্যালয়, একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হত। এছাড়া নাগ্রাভাংগা দাখিল মাদ্রাসার পিছনের বাদুরা খালের উপরে কাঠের ব্রিজের অবস্থা খুবই খারাপ মানুষ চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিলো বিষয়টি নজরে আসলে এ আর মামুন খানের নিজ অর্থায়নে ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের নিয়ে ব্রিজ দুটি করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাতো। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত করে চলাচলের জন্য তৈরি করে দিয়েছেন। চলার পথ হওয়ায় গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা-সাইকেল ও চলাচল করতে পারবে। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা সত্যিই প্রশংসনীয়।
কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। আমরা চাই মানুষের সেবা করতে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান