Home » ঝালকাঠি » রাজাপুর » ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রতিনিধির ওপর হামলা চালিয়ে সিগারেট ছিনতাই
১৬ January ২০২৬ Friday ১২:৩৮:৫১ PM
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রতিনিধির ওপর হামলা চালিয়ে সিগারেট ছিনতাই
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
Screenshot
ঝালকাঠির রাজাপুরে দিনদুপুরে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট ছিনতাই করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজিরহাট সংলগ্ন শরীফ বাড়ি স্টিল ব্রিজের ওপর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী বিক্রয় প্রতিনিধির নাম মো. রবিউল ইসলাম (২৭)। তিনি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ এলাকার মৃত আব্দুস সত্তার হাওলাদারের ছেলে।
আহত রবিউল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে পুটিয়াখালী থেকে গালুয়ার দিকে যাচ্ছিলেন। শরীফ বাড়ি স্টিল ব্রিজের ওপর পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেলের পেছনের বাক্সের তালা ভেঙে ফেলে এবং বাক্সে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের সিগারেট লুটে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত রবিউলের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘আমরা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান