ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বরিশালে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার শহিদুল ইসলাম উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকে সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান