Home » ভোলা » লালমোহন » ভোলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৬ January ২০২৬ Monday ৭:৩০:৫২ PM
ভোলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ভোলার লালমোহনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লালমোহনে আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পররাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছে। আহদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এতে হতাহতের শঙ্কা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার এবং ঘটনার তদন্ত করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান