Current Bangladesh Time
Friday January ৩০, ২০২৬ ৪:৪০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » আমি না দলের, না মার্কার, আমি সবার: পার্থ
২৭ January ২০২৬ Tuesday ১২:০১:৫১ PM
Print this E-mail this

আমি না দলের, না মার্কার, আমি সবার: পার্থ


ভোলা প্রতিনিধি:

আমি না দলের, না মার্কার, আমি সবার- এমন শ্লোগান নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর তিনি ভোলা শহরের গরুর গাড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালান।


এ সময় তিনি অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ভোলা গড়তে তার গরুর গাড়ি প্রতীকে ভোট ও সমর্থন চান। সন্ধ্যার পর তিনি শহরের উকিল পাড়া থেকে গণসংযোগ শুরু করেন।


এ সময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উকিল পাড়া থেকে সদর রোড আসতে আসতে তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেয়। পার্থ গণসংযোগকালে পথচারীরা রিকশা-গাড়ি থামিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোলার উন্নয়নের দাবি-দাওয়া তুলে ধরেন। প্রচারণার এক পর্যায়ে সমর্থকদের পাশাপাশি উৎসুক মানুষ ভিড় জমায়।

প্রচারণার ফাঁকে পার্থ কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এ সময় তিনি পিছিয়ে পড়া ভোলাকে এগিয়ে নিতে, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ উন্নয়নের জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।


তিনি বলেন, ‘প্রতিশ্রুতি তো প্রত্যেক প্রার্থী দেয়, ভোটাররা বিশ্বাস করে কাকে সেটাই মুখ্য ব্যাপার। আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিশ্বাস করবে। সেটা আগামী ১২ তারিখ ফলাফল আসবে ইনশাল্লাহ।’


প্রচারণায় ভালো সারা পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে বিএনপি সমর্থন করেছেন তারা সক্রিয় কাজ করছে। আমি না দলের, না মার্কার, আমি সবার। সবাইকে এক রাখার জন্য  এগিয়ে যাচ্ছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com