Current Bangladesh Time
Tuesday December ১০, ২০২৪ ৯:৩১ PM
Barisal News
Latest News
Home » সংবাদ শিরোনাম » সারা বিশ্ব » কেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন?
১ November ২০২৪ Friday ১২:১২:৫৮ PM
Print this E-mail this

কেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন?


অনলাইন নিউজ ডেস্ক:

মার্কিন নির্বাচন ২০২৪-এ বাংলাদেশ প্রসঙ্গ। আর তা ডনাল্ড ট্রাম্পের এক্স-এ করা এক পোস্টে উঠে এসেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প । সেই সঙ্গে  ভারত এবং বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এক্স-এ করা ওই পোস্টে ডনাল্ড ট্রাম্প এসব নিয়ে  মন্তব্য করেন । তিনি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে লেখেন, যারা বাংলাদেশে আক্রমণ ও লুটপাট করছে, তারা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

তিনি প্রতিদ্বন্দী প্রার্থী কমালা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, এটা আমার আমলে ঘটত না।  কমালা এবং জো বাইডেন সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরাইল থেকে ইউক্রেন এবং আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় সৃষ্টি হয়েছে। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করবেন এবং এর মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবেন বলেও পোস্টে উল্লেখ করেন ।

তিনি জানান, হিন্দু আমেরিকানদেরও উগ্র বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করা হবে । তার দল সবার স্বাধীনতার জন্য লড়াই করবে ।

তিনি জানান, কমালা হ্যারিস  বিভিন্ন কর দিয়ে ছোট ব্যবসা ধ্বংস করছেন। এর বিপরীতে তিনি কর কমিয়েছেন, প্রবিধান কমিয়েছেন এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছেন । তিনি ক্ষমতায় গেলে এটি আবার করা হবে, আগের চেয়ে আরও বড় ও ভালো এবং আমেরিকাকে আবার মহান করবেন বলেও পোস্টে উল্লেখ করেন । এছাড়া ভারত এবং ভালো বন্ধু মোদির সঙ্গে অংশীদারিত্বের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানান ।তবে, কানাডায়  শিখ নেতা হত্যার ব্যাপারে অবশ্য ট্রাম্প কিছুই বলেননি।

এদিকে নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে এক্স-এ ডনাল্ড ট্রাম্পের পোস্টে আবারও বাংলাদেশ নিয়ে তার ভাবনার চিত্র ফুটে  উঠেছে বলেও অনেকে মন্তব্য করছেন । কেউ কেউ বলছেন,  বিশেষ করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে হিলারী ক্লিনটনসহ ডেমোক্র্যাটদের সম্পর্ক রয়েছে। এর বিপরীতে ডনাল্ড ট্রাম্পের  সঙ্গে রয়েছে ভারত এবং মোদির সম্পর্ক। আর এসব নিয়ে  নানা জল্পনা-কল্পনা চলছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ।

আবার কেউ কেউ মনে করছেন, হিন্দু ভোট টানার জন্যই ট্রাম্প অনেকটা নাটকীয়ভাবে এক্স-এ ওই পোস্ট দিয়েছেন। তার ভয় হচ্ছে,  বেশিরভাগ হিন্দু ভোট ভারতীয় বংশোদ্ভূত কমালা হ্যারিসের  পক্ষে চলে যেতে পারে। কোনো ভাষ্যকার অবশ্য বলছেন, এর পেছনে লবিস্ট ফার্মসহ পতিতদের হাত থাকলেও থাকতে পারে।

উল্লেখ্য যে, ডনাল্ড ট্রাম্প নির্বাচনে জয় লাভ করলে বাংলাদেশের ব্যাপারে মার্কিন নীতি কী হবে তা অনেকটাই ধারণা করা যায়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ বেছে নিলেন ট্রাম্প 
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ফক্স নিউজ
যুক্তরাষ্ট্রে নির্বাচন:
ট্রাম্পের জয় ৯৫ শতাংশ নিশ্চিত: নিউ ইয়র্ক টাইমস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com