Current Bangladesh Time
Wednesday October ৮, ২০২৫ ৮:০৬ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » সংবাদ শিরোনাম » আগৈলঝাড়ায় যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ১০
১৬ March ২০২৫ Sunday ৭:১৫:৫৮ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ১০


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি তাদের ওই হামলায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ঘটনায় ছাত্রদল নেতা নাফিজের বাবা মো. বুলবুল আহাম্মেদ রোববার (১৬ মার্চ) আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে দেখতে পেয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সুধাংশু অধিকারী, নয়ন বিশ্বাস, পাপন বিশ্বাসসহ ৩০-৪০ জনের যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নাফিজের মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। ছাত্রদল নেতা নাফিজকে বাঁচাতে গেলে স্বপন মোল্লা ও শিপন হাওলাদারসহ প্রায় ১০জনের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আহত করেছে। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

ছাত্রদল নেতা নাফিজের বাবা ও মামলার বাদী বুলবুল আহাম্মেদ বলেন, আমি বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে গাড়ি পোড়া মামলাসহ তিনটি মামলার আসামি ছিলাম। আমি বাড়িতে থাকতে পারিনি। এখন আবার আমার ছেলে ছাত্রদল করার অপরাধে তার ওপর শনিবার রাতে আস্কর বাজারে বসে কুপিয়ে আহত করেছেন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।  

এ ব্যাপারে নাফিজের বাবা বুলবুল আহাম্মেদ বাদী হয়ে ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে অভিযুক্ত করে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান। যদিও অভিযুক্তদের মোবাইলফোনের নম্বর বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলিউল ইসলাম বলেন, ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com