বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ২৫
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে ছয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে দ্রুতগামী বাসটি বরিশালমুখী ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৪ বিভাগে নতুন কমিশনার
বরিশাল-বরগুনাসহ আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন