Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন
১ November ২০২৫ Saturday ৭:৫০:৫৫ PM
বাবুগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বরিশালের বাবুগঞ্জে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেন ,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন সভাপতি , উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান,জাহাঙ্গীর নগর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি সভাপতি বাকীউর রহমান,বাহেরচর ক্ষুদ্র কাঠি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম লিটন,কেদারপুর দুগ্ধ সমবায় সমিতি সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৪ বিভাগে নতুন কমিশনার
বরিশাল-বরগুনাসহ আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন