ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে তামিম হাওলাদার নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম হাওলাদার পাশের গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
শিশুটির নানা শাহজাহান মোল্লা জানান, সম্প্রতি তামিমকে নিয়ে তার মা ফারজানা আক্তার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে মা ফারজানা ছেলেকে ঘরে রেখে বাথরুমে যায়। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্বজনরা।
বিকেলে বাড়ির পাশের খালের পানিতে শিশু তামিমের ব্যবহৃত জুতা ভাসতে দেখেন স্বজনরা। পরে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৪ বিভাগে নতুন কমিশনার
বরিশাল-বরগুনাসহ আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন