Home » ভোলা » সাহিত্য » ভোলায় প্রথমবারের মতো জেলা সাহিত্য মেলায় কবি সাহিত্যিকদের ঢল
৮ October ২০২৩ Sunday ৩:১৯:২৬ PM
ভোলায় প্রথমবারের মতো জেলা সাহিত্য মেলায় কবি সাহিত্যিকদের ঢল
গতকাল শনিবার ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে সাহিত্য মেলার উদ্বোধন করছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অচিন্ত্য মজুমদার ভোলা।।ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য মেলা। শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এতে জেলার প্রায় শতাধিক কবি ও সাহিত্যিকের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়।উদ্বোধন শেষে সাহিত্যমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ করেন কবি হাসান মাহমুদ। এছাড়া কি আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপ সচিব আইরীন ফারজানা, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন আল ফারুক মাহমুদ হোসাইন, বাংলা একাডেমীর ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ অন্যান্যারা।
ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাহিত্য মেলার বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান
এসময় বক্তারা বলেন, বাংলা সাহিত্য হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। তাই তৃনমুল কবি সাহিত্যকদের উৎসাহিত করতে এই সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান বক্তারা।মেলায় সাহিত্য ও প্রবন্ধপাঠ এবং আলোচনার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।বিকেলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, ছড়া, গান, সাহিত্য, ছোটগল্প ও পুঁথিসাহিত্য পাঠ করেন স্থানীয় কবি ও সাহিত্যিকরা।
ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাহিত্য মেলার উপস্থিত অতিথিবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)