Current Bangladesh Time
Tuesday December ৯, ২০২৫ ৫:১১ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » সিলেটের বিপক্ষে বড় জয়ে প্লে অফে বরিশাল
২৬ January ২০২৫ Sunday ৬:৫১:০৪ PM
Print this E-mail this

সিলেটের বিপক্ষে বড় জয়ে প্লে অফে বরিশাল


ক্রিড়া ডেস্ক:

সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডাররা ব্যর্থ হলেন পুরোপুরি। আহসান ভাট্টি ও জাকের আলির ছোট ইনিংসে ভর করে একশ পেরোয় তারা। ওই রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও তামিম ইকবাল-মুশফিকুর রহিম জুটিতে সহজ জয় পায় ফরচুন বরিশাল।  

রোববার ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ১১৬ রানে অলআউট হয় সিলেট। পরে ওই রান তাড়া করতে নেমে ৪ ওভার হাতে রেখেই জয় পায় বরিশাল। 

টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৪৬ রানে প্রথম পাঁচ উইকেট হারায় তারা। দুই ওপেনারের মধ্যে জর্জ মানসি ৭ বলে ৪ ও রনি তালুকদার ৯ বলে ৯ রান করে আউট হন। প্রথম পাঁচ উইকেটের তিনটিই নেন ফাহিম আশরাফ।  

পাঁচ উইকেট হারানোর পর দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন আহসান ভাট্টি ও জাকের আলি অনিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে ১ চার ও ২ ছক্কায় ২৯ বলে ২৮ রান করে আউট হন আহসান ভাট্টি।  

এছাড়া জাকের আলির ব্যাট থেকে ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন। শেষদিকে আরিফুল হকের ১৩ বলে ১২ ও তানজিম হাসান সাকিবের ৮ বলে ১৩ রানে ভর করে একশ পেরোয় সিলেট। ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন ফাহিম আশরাফ।  

রান তাড়ায় নেমে শুরুর দুই ব্যাটারকে দ্রুতই হারায় বরিশাল। ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় ৭ বলে ৬ রান করে আউট হন নাহিদুল ইসলামের বলে। সুমন খানের বলে ক্যাচ দেওয়ার আগে ডেভিড মালান ৮ বলে ৯ রান করেন।  

কিন্তু দুই উইকেট হারানোর পরই বড় জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৯ বলে ৮০ রান আসে তাদের দুজনের ব্যাট থেকে। মুশফিক ৩০ বলে ৪২ ও তামিম ৫১ বলে ৫ রানে অপরাজিত থাকেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোলায় নির্মাণাধীন দুই স্টেডিয়াম, সুইমিংপুল উদ্বোধন
চরম নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
বরিশালের লেগ স্পিনার রাবেয়ার স্বপ্ন দেশকে ভাল কিছু উপহার দেয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com