Current Bangladesh Time
Tuesday October ১৪, ২০২৫ ১:০৮ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
১৫ September ২০২৫ Monday ১:০৬:২২ AM
Print this E-mail this

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত


ক্রিড়া ডেস্ক:

পুঁজিটা খুব বড় ছিল না। তবে প্রতিপক্ষ ভারতের থেকে আত্মবিশ্বাস নিতে পারত পাকিস্তান। কেননা সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১৯ রান করেও ৬ রানের রোমঞ্চকর জয় পেয়েছিল ভারত। সেই হারের প্রতিশোধ নেওয়া তো দূরের কথা ভারতের কাছে পাত্তাই পেল না ভারত।

প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারানো পাকিস্তান ৭ ‍উইকেটের পরাজয় দেখেছে। বিপরীতে ২৫ বল হাতে রেখে পাওয়া জয়ে নিজেদের শেষ চারের পথটাও পরিস্কার করে রাখল ভারত। কেননা দুই জয়ে ৪ পয়েন্টে শীর্ষে আছে সূর্যকুমার যাদবের দল। সঙ্গে ৪.৭৯৩ নেট রানরেটটাও ঈর্ষনীয়।

প্রতিপক্ষকে ১২৮ রানের লক্ষ্য দিয়ে হারাতে হলে শুরুতেই দারুণ কিছু করতে হতো পাকিস্তানকে। কিন্তু বল হাতে নিয়েই তোপের মুখে পড়েন ব্যাটিংয়ে পাকিস্তানের মান রক্ষা করা শাহীন শাহ আফ্রিদি। প্রথম দুই বলে ৪, ৬ হাঁকিয়ে পেশি শক্তির জানান দেন অভিষেক শর্মা। ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেওয়ার আগে পাকিস্তানি বোলারদের শান্তিতে বোলিং করতে দেননি ভারতীয় ওপেনার।২৩৮.৪৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।

অভিষেকের এমন ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৬১ রান তোলে ভারত। উইকেট হারায় দুটি। সাইম আইয়ুবের শিকার হওয়ার আগে তার ওপেনিং সঙ্গী শুবমান গিলও ফেরেন পাকিস্তানের অফস্পিনারের ক্যারম বলে। ৬.৪ রানের বিপরীতে ওভার প্রতি ১০.১৬ করে তোলায় পাওয়ার প্লেতেই বলা যায় ম্যাচ শেষ হয়ে যায়।

তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলক ভার্মা ৫৬ রানের জুটি গড়লে ভারতের জয় সময়ের অপেক্ষা ছিল। যদিও ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেওয়ায় হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিলক। তাকে আউট করে ভারতের তিন উইকেটই শিকার করেন সাইম। পরে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক সূর্য ও শিবম দুবে। সূর্যর ৪৭ রানের বিপরীতে ১০ রানে অপরাজিত থাকেন দুবে। ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান সূর্য। ভারতের জয়সূচক রান নেন একমাত্র ছক্কায়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হন ওপেনার সাইম। এতে টানা দ্বিতীয় ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন বাঁহাতি ব্যাটার। ফিরতি ওভারে জাসপ্রিত বুমরাহ তুলে নেন মোহাম্মদ হারিসকে। দুই পেসারের আক্রমণের পর মঞ্চে আর্বিভূত হন ভারতের তিন স্পিনার- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী।

পর পর দুই উইকেট নিয়ে শুরুটা করেন অক্ষর প্যাটেল। আর সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার মুড়িয়ে দেন চায়নাম্যান স্পিনার কুলদীপ। এক উইকেট নেন বরুণ চক্রবর্তী। শুরু থেকে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে ১২৭ রানে সংগ্রহ এনে দিতে সহায়তা করেন ওপেনার শাহিবজাদা ফারহান। তবে সবচেয়ে বড় অবদান শাহীন আফ্রিদির। বোলিংটা মূল কাজ হলেও আজ এক ঝোড়ো ব্যাটিং করেছেন পাকিস্তানি পেসার। ২০৬.২৫ স্ট্রাইকরেটে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কায়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা
জাপানে ভুয়া ফুটবল দল পাঠিয়ে বড় কেলেঙ্কারিতে পাকিস্তান!
সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com