Home » খেলাধূলা » চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
২২ August ২০২৫ Friday ৮:৪০:২৪ PM
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
ক্রিড়া ডেস্ক:
চমক রেখে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) রাতে দল ঘোষণা করেছে বিসিবি।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ৩ বছর পর নুরুল হাসান সোহানের দলে ফেরা। ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন নুরুল।
এছাড়াও দলে ফিরিছে সাইফ হাসান। বাদ পড়েছে নাঈম শেখ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই এশিয়া কাপেও। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা
জাপানে ভুয়া ফুটবল দল পাঠিয়ে বড় কেলেঙ্কারিতে পাকিস্তান!