Current Bangladesh Time
Tuesday October ১৪, ২০২৫ ৪:২৭ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশালের ক্রিকেট অঙ্গনকে ঢেলে সাজাতে বিসিবির উদ্যোগ
১৬ August ২০২৫ Saturday ১১:০৪:১৪ PM
Print this E-mail this

বরিশালের ক্রিকেট অঙ্গনকে ঢেলে সাজাতে বিসিবির উদ্যোগ


ক্রিড়া ডেস্ক:

বিসিবির আয়োজনে বরিশাল ক্রিকেট অঙ্গনকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাতে শুরু হয়েছে নানা পরিকল্পনা। এই প্রথম খেলোয়াড়দের পাশাপাশি  শুরু হয়েছে স্থানীয় কোর্সদের প্রশিক্ষনও। জাতীয় দলের সাবেক খেলোয়াররা বলছেন নতুন ক্রিকেটার সৃষ্টিতে স্থানীয় লীগের কোন বিকল্প নেই। নতুন খেলোয়াড় তৈরিতে আগামিতে বরিশাল ভূমিকা রাখবে বলেও আশাবাদী তারা। আর বিপিএল খেলা বরিশালের মাটিতে দ্রুত শুরুর পাশাপাশি ক্রিকেটকে কেন্দ্র করে ট্যুরিজম জোন হিসেবে বরিশালকে এগিয়ে নেবার আশা সংশ্লিষ্টদের।

সকাল থেকে এভাবেই ক্ষুদে ক্রিকেটারদের এবং কোচদের নানা কৌশল অবলম্বন করার দিকনির্দেশনা দিচ্ছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ রফিক। কবি জীবনানন্দ দাশ বরিশাল স্টেডিয়ামের ইনডোরে কোচ ওয়ার্কসপে জাবেদ ওমর সহ বিসিবির কর্তাব্যাক্তিদের এমন আয়োজনে নতুন স্বপ্ন দেখছে ক্রিকেট অঙ্গনের সবাই। আন্তর্জাতিক মানের নানা কৌশল শেখার পাশাপাশি তাদের সান্নিধ্য পেয়ে খুশি পুরো ক্রিকেট অঙ্গন।

বেসিক ক্রিকেট একাডেমি পরিচালক কোচ এজাজ আল মাহমুদ সুজন বলেন, বরিশালের মাটিতে এমন আয়োজন হওয়ায় খুশি তারা। জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে নানা ধরনের কৌশল, ব্যাটিং, বোলিংয়ের ধরন নতুন নতুন টেকনিক শিখতে পারবে ভবিষ্যৎ ক্রিকেটাররা। কোচদের দক্ষতা ও আমুল পরিবর্তন আসবে এই প্রশিক্ষণের মাধ্যমে। ভবিষ্যতেও যেন এমন আয়োজন অব্যাহত থাকে  সেই দাবিও জানান তিনি।

এদিকে ক্রিকেট নিয়ে বরিশালের নানা সম্ভাবনার কথা জানান সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিক। নতুন খেলোয়াড় সৃষ্টিতে স্থানীয় লীগের কোন বিকল্প নেই। তাই ভালো খেলোয়াড় সৃষ্টিতে কোচদের প্রশিক্ষন জরুরি হওয়ায় এমন আয়োজন। পাশাপাশি বিপিএল খেলা সহ ঘরোয়া খেলার আয়োজন হলে তাদের উন্নতি হবে বলে জানান এই খেলোয়াড়।

তিনি বলেন, বরিশাল স্টেডিয়ামে যা যা থাকা এবং হওয়া দরকার সেটি এখনো হয়নি এটি দুঃখজনক। আমরা চাই সব জায়গাতেই দেশের আনাচে-কানাচে ক্রিকেটারদের ভালো পর্যায়ে নিয়ে যেতে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। বিসিবিও নতুন করে উদ্যোগ নিয়েছে যার কারণেই আজকের এই কোচ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল স্টেডিয়ামের কাজ সম্পন্ন হলে এখানে ঘরোয়া লীগের পাশাপাশি বিপিএল অনুষ্ঠিত হলে খেলার মান, খেলোয়ার সৃষ্টি হবে। এরাই ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশের হয়ে খেলবে।

এদিকে ক্রিকেটই হবে কেরিয়ার, এমন বার্তা নিয়ে বিসিবি এগিয়ে চলছে বলে জানান বিসিবি সভাপতির ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা শাখাওয়াত হোসেন। বিগত বছরগুলোতে বরিশালে কোন  লীগ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। খেলোয়াড়দের রাজনীতি,নেশা ও দলাদলি থেকে দূরে থাকার আহবান জানানোর পাশাপাশি বরিশালে ক্রিকেটের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

প্রশিক্ষনে অনুর্ধ ১৪, ১৬ ও ১৮ এর খেলোয়াড়দের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষক দেয়া হবে বলে জানান জেলা ক্রিড়া কর্মকর্তা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা
জাপানে ভুয়া ফুটবল দল পাঠিয়ে বড় কেলেঙ্কারিতে পাকিস্তান!
সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com