Current Bangladesh Time
Thursday April ২৪, ২০২৫ ৬:২৭ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » ঢাকাকে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৮১ বল আগে জিতলো বরিশাল
২৯ January ২০২৫ Wednesday ৯:৫৩:৫৪ PM
Print this E-mail this

ঢাকাকে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৮১ বল আগে জিতলো বরিশাল


ক্রিড়া ডেস্ক:

ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা অলআউট হলেন আরও একবার। ফরচুন বরিশালের বোলারদের দাপটে এবারের বিপিএলে সবচেয়ে কম রানে অলআউট করে ঢাকাকে। এরপর রান তাড়ায় নেমে তাওহীদ হৃদয়কে হারালেও সহজ জয় পেয়েছে বরিশাল।  

বুধবার বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৭৩ রানে অলআউট হয় ঢাকা। পরে ওই রান তাড়ায় নেমে ৮১ বল আগে জয় পায় বরিশাল। এর আগে ২০১৭ সালে ঢাকা ডাইনামাইটস ৭৩ বল হাতে রেখে জিতেছিল।  

পুরো টুর্নামেন্টের মতো আরও একবার ব্যর্থতায় আটকে যায় ঢাকা ক্যাপিটালস। দলটির ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। দলের পক্ষে ১১ বলে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন অধিনায়ক থিসারা পেরেরা। ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।  

এর বাইরে ঢাকার দুজন ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। লিটন দাস ৮ বলে ১০ ও রনসফোর্ড বেটন ১২ বলে ১০ রান করেন। ফরচুন বরিশালের হয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট পান মোহাম্মদ নবী। ২ ওভারে ১ মেডেনসহ স্রেফ ২ রান দিয়ে তানভীর ও ফাহিম আশরাফ ২ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন।  

এবারের বিপিএলে ঢাকাকে সবচেয়ে কম রানে ঢাকাকে অলআউট করার পর সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ফরচুন বরিশালকে। কেবল ওপেনিং করতে নামা তাওহীদ হৃদয়ের উইকেটটি হারায় তারা। ৯ বলে ১৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। 

অবশ্য এরপর সহজেই বাকি রান তাড়া করে ফেলে বরিশাল। ১৪ বলে ৪ চারে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম, ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন ডেভিড মালান।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘মৃত্যুর দরজা থেকে ফিরেছেন তামিম’
মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন তামিম, নেওয়া হলো হাসপাতালে
ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকাকে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৮১ বল আগে জিতলো বরিশাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com