পিরোজপুরের মঠবাড়িয়ায় ঋণের দায়ে নান্না ফরাজী নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুল হালিম।
নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটে তিনি বলেন, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমি অনেক টাকা দেনা, সেটি দেওয়ার মতো কোনো পথ নেই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।
মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী বলেন, আমার ভাই সুপারির ব্যবসা করতেন। এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোরে কীটনাশক পান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)