বাংলাদেশের বিশিষ্ট ফটোসাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯অক্টোবর) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভা থেকে প্রেসক্লাব চত্বরে ‘মঠবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় তরুণ সমাজকর্মী আব্দুল্লা আল অভি। এতে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদুল আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ফটোসাংবাদিক। সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে তাঁর আটক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এর কঠোর প্রতিবাদ জানানো।’
বক্তারা অবিলম্বে শহীদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সরকরি হাতেম হালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন। বক্তব্য রাখেন সোহেল ইসলাম, তাজ নাইম, জসিম উদ্দিন, সারমিন সুলতানা, মিরাজ, রিমন, নাবিলা, সাইফুল প্রমূখ
শেষে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসন ও শহীদুল আলমের অন্যায় আটকের বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন