পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধে আলম হাওলাদার (৭০) নামের এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকার চাওয়ার জন্য বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে বাবার সাথে অনেক দিন ঝগড়া হয়েছে। আমি বাবার হত্যার বিচার চাই।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৩ জনকে আটক করেছে।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন