Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » পটুয়াখালীতে বিএনপি নেতাদের লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে: মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী
১৪ September ২০২৫ Sunday ৯:৫৪:৫৫ PM
পটুয়াখালীতে বিএনপি নেতাদের লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে: মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, পটুয়াখালীতে বিএনপি নেতাদের লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের সব জেলার ফ্যাসিস্ট নেতাকর্মীরা পালিয়েছে, শুধু পটুয়াখালীর নেতাকর্মীরা ছাড়া। এখানকার কিছু নেতা বিএনপির ফরম আওয়ামী লীগ নেতাদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করছে এবং তাদের সদস্য বানাচ্ছে। মানে বিএনপির নেতারা ব্যবসার উপর ব্যবসা করছে।
গত বছর আগস্টের ৫ তারিখের পর যখন আওয়ামী লীগ মাঠে ছিল না, তখন পুলিশের কোনো অত্যাচার-নির্যাতনও ছিল না। অথচ বিএনপির নামধারী কিছু নেতাকর্মী আমাদের উপর অত্যাচার করেছে। তাই তাদের চিহ্নিত করে রাখুন। যখন সময় আসবে, আওয়ামী লীগ যেমন পালিয়েছে, এরা-ও পালাতে বাধ্য হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারত। সেখান থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। সে জন্য ভারত সরকার সেখানে একটি অফিস করে দিয়েছে। বিএনপিকে দুর্বল করার জন্য সেখান থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি বড় দল, সহজে ভাঙা যায় না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সমাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ মাকসুদ আহমদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, এ্যাড. মোঃ তারকিউল ইসলাম, মোঃ নুর হোসেন মৃধা, মোঃ কামাল হোসেন মোল্লা, মাধবখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহীন চৌধুরী পাশা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ গাজী আতাউর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাসির উদ্দীন হাওলাদার, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ফরুক ইকবাল, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবু, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ রাসেল মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন