পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ঝুমুর আক্তার (১৫) নামের ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা ছাত্রীর বিয়ে বন্ধ করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের প্রবাসি মজিবর সরদারের মেয়ে ঝুমুর আক্তারের সাথে পটুয়াখালীর এক ছেলের সাথে বিয়ের আয়োজন চলছিল এবং বুধবার দুপুরে কণের বাড়িতে খানাদানার আয়োজন করা হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কে অবহিত করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন করতে নিষেধ করা হয়। তাতেও কর্নপাত না করা পরবর্তীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোক পাঠিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে বিয়ে না দেয়ার অঙ্গীকারনামা নেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম উচ্চমান সহকারী মোঃ মারুফুজ্জামান জানান, বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মহিলা অধিদপ্তরের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করি এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে না মর্মে মেয়ের মা শাবানা বেগম লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাইসুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। সেই সাথে ওই পরিবার যাতে আর বাল্যবিয়ের আয়োজন না করে তার জন্য লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন