আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু বানারীপাড়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেছেন। শনিবার(১৮ অক্টোবর) দিনভর তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, বানারীপাড়া পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি। এর আগে উজিরপুর পৌর শহরসহ উপজেলার সবগুলো ইউনিয়নে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী-সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
দক্ষিণাঞ্চলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর কথা বলবেন তারেক রহমান
বরিশাল নগরীতে বিয়ে বাড়িতে গানবাজনা, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন নেতার হামলা-ভাঙচুর
২৩ বছর পর দেশে ফিরছেন অভি: বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন