Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় নারীসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
২৮ October ২০২৫ Tuesday ২:০৫:০৭ PM
কাঠালিয়ায় নারীসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার পরিবারটি।
আজ ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হামলার শিকার সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তার মাদ্রাসা পড়–য়া ছেলে মোঃ নয়ন হাওলাদার, স্বামীঃ মোঃ মনির হাওলাদার ও ভাই মোঃ সাব্বির হোসেন। তারা অভিযোগ করেন- কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তার চাচা মহিউদ্দিন ও পিতাঃ হুমায়ুন কবির ২৭ অক্টোবর সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে আমার ছেলে নয়ন হাওলাদার ও আমার উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমরা মা-ছেলে দুইজনেই গুরতর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে শাসিয়ে চলে যান। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)