কলেজ ভবনে তালা, দুর্ভোগে শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলী ঠেকাতে আন্দোলনে কর্মপরিষদ !
 বিএম কলেজ অধ্যক্ষকে বদলীর প্রতিবাদে মেয়াদোত্তির্ণ কর্মপরিষদ বিএম কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে (৩০ জানুয়ারী বুধবার সন্ধ্যায় তোলা ছবি)
বরিশাল :: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে আন্দোলনে নেমেছে কলেজের ছাত্র সংসদের আদলে গড়ে তোলা কর্মপরিষদ। ৩০ জানুয়ারী বুধবার সন্ধ্যায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নি সংযোগের পর ৩১ জানুয়ারী বৃহস্পতিবার কলেজের প্রত্যেকটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে টায়ারে অগ্নিসংযোগ করেছেন মেয়াদোত্তির্ণ এ কর্মপরিষদের সদস্য ও তাদের অনুসারীরা। এসময় সাধারন শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে অন্যথায় ক্যাম্পাস ত্যাগ করতে ব্যাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কলেজের বিভিন্ন বিভাগের ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মপরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়কের মোড়ে টায়ারে অগ্নিসংযোগ করে তারা। ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। ক্যাম্পাসে ক্লাশ করতে আসা সাধারন শিক্ষার্থীদের এসময় জোড় করে আন্দোলনে যোগ দিতে বাধ্য করা হয়। অনেক শিক্ষার্থীকে ক্যম্পাস থেকে বের করে দেয়াও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
নাম প্রকাশ না করার শর্তে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, যারা অধ্যক্ষের সহায়তায় বিনা নির্বাচনে ছাত্র কর্ম পরিষদের নেতা ও সদস্য হয়েছিলেন, মূলত তারাই আন্দোলন করে অধ্যক্ষের বদলী ঠেকাতে চেষ্টা করছেন। তাদের ধারনা, নতুন অধ্যক্ষ এসে কর্মপরিষদ অবৈধ ঘোষনা করতে পারেন। তাই তারা যে কোন মুল্যে বদলী ঠেকাতে উঠে পড়ে লেগেছে।
মেয়াদহীন অস্থায়ী কর্ম পরিষদের সাধারন সম্পাদক (জিএস) নাহিদ সেরনিয়াবাত আমাদের বরিশাল ডটকমকে বলেন, অধ্যক্ষর বদলী মেনে নিতে পারছেনা সাধারন শিক্ষার্থীরা। তাই ছাত্রলীগ নেতা কর্মী ও সাধারন শিক্ষার্থীরা অধ্যক্ষতার বদলি প্রত্যাহারের দাবী বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।
তবে আন্দোলনে ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করে বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মাকসুদ আলম মাসুদ আমাদের বরিশাল ডটকমকে জানান, অধ্যক্ষের বদলীতে সাধারন শিক্ষার্থীরা খুশী। কারন অধ্যক্ষ তার মেয়াদকালে সাধারন ছাত্রছাত্রীদের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করতে পারেননি। কেউ কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থে অধ্যক্ষের বদলী ঠেকাতে আন্দোলন করছে। এর সাথে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কোন সংশ্লিষ্টতা নেই, যারা আন্দোলন করছেন তারা ব্যক্তিগত স্বার্থেই করছেন।
অধ্যক্ষ ড. ননী গোপাল দাস সম্পর্কিত পূর্বের সংবাদঃ
বিএম কলেজ অধ্যক্ষকে বদলী, ছাত্রলীগের একাংশের বিক্ষোভ
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা
‘অবৈধ কর্মপরিষদ গঠনের জন্য মেয়র ও অধ্যক্ষ দায়ী’
বাকসু’র সংবিধান সংশোধন করে
অনিয়মিত ছাত্রদের নিয়ে বিএম কলেজের অধ্যক্ষের কর্ম পরিষদ গঠন!
ছাত্রলীগ ক্যাডারদের তান্ডব
কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে কক্ষ ভাংচুর, শিক্ষক লাঞ্চিত
সম্পাদনা: বরিশাল ডেস্ক |